আওয়ার ইসলাম: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার মাশকা কাঁঠালতলা এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী বলে জানা গেছে।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী সংবাদমাধ্যমকে জানান, শনিবার দুপুরে উপজেলার মাসকা কাঁঠালতলা এলাকায় কেন্দুয়া থেকে আঠারোবাড়িগামী সিএনজি অটোরিকশাকে ঢাকা থেকে কেন্দুয়াগামী মায়ের দোয়া নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালক জামাল উদ্দিনসহ চার জন নিহত হন।
গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন
আরো পড়ুন-
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল
এটি/আওয়ার ইসলাম