আওয়ার ইসলাম: আগামী বছরের মাধ্যমিকের বইয়ের কাজ শুরু হলেও এখনও শুরু হয়নি প্রাথমিকের কাজ। আগামী মাসে কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে এনসিটিবি।
এদিকে গতবারের চেয়ে ১১১ কোটি টাকা খরচ বাড়লেও এনসিটিবি এবং মুদ্রণ মালিকদের দ্বন্দ্বে নির্দিষ্ট সময়ে বই দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অক্টোবরের মধ্যে এবার বিনা মূল্যের বই ছাপার কাজ শেষ করতে চেয়েছিল সরকার।
ফেব্রুয়ারি মাসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রাথমিকের বইয়ের দরপত্র আহ্বান করে। তবে কাগজের দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে দ্বন্দে আবার জুন মাসে দরপত্র আহ্বান করে এনসিটিবি।
অথচ প্রথমবারের চেয়ে ১১ কোটি টাকা বেশি মূল্যেই শেষ পর্যন্ত চলতি মাসের ২০ তারিখ কাজ দেয় বোর্ড। মাঝে নষ্ট হয়েছে তিনমাস সময়। যদিও এনসিটিবি বলছে, যৌক্তিক দাম অনুযায়ী তারা কাজ দিয়েছে।
মাধ্যমিকের বইয়ের ছাপার কাজ শুরু হয়ে গেছে। প্রাথমিকের কাজও শীগগিরিই শুরু হবে বলছে এনসিটিবি। মুদ্রণ মালিকরা বলছেন, এনসিটিবির সিদ্ধান্তহীনতার কারণেই প্রাথমিকের কাজ এখনও শুরু করা যায়নি।
এবার ৩৬০ কোটি টাকা খরচে ৩৬ কোটি নতুন বই ছাপা হচ্ছে।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম