বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সালিশে ছাত্রলীগ নেতাকে পেটালেন আ’লীগ নেতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরে সালিশ চলাকালে আওয়ামী লীগ নেতা ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে পিটিয়েছেন।

সদর উপজেলার ছাতনীর বারোঘরিয়ায় এক বাড়ি থেকে মাদকবিরোধী অভিযানের নামে টাকা লুটের ঘটনায় এ সালিশ ডাকা হয়।

সালিশে অভিযুক্ত ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে দণ্ড না দিয়ে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে অভিযোগ নিষ্পত্তি করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

শনিবার রাতে সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান আলী সদর থানার এএসআই আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী আইয়ুব মণ্ডলের বাড়ি তছনছ করে টাকা লুট করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। সোমবার ছাতনীর বারোঘরিয়া স্কুল মাঠে টাকা লুটের ঘটনায় সালিশ বসে।

ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পলাশ কুমার মণ্ডলসহ প্রায় এক হাজার লোক উপস্থিত ছিলেন।

সালিশে বিশৃঙ্খলা শুরু হলে পলাশ কুমার মণ্ডল দাঁড়িয়ে লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। এতে সালিশের সভাপতি তোফাজ্জল হোসেনসহ তার সমর্থকরা তাকে পিটিয়ে জখম করেন।

পরে পলাশ ও তার সমর্থকরা সালিশ ছেড়ে চলে যান। তবে তারপরেও সালিশ চলেছে। সালিশে ইউপি সদস্য এমরান হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়।

এজন্য সভায় সিদ্ধান্ত হয় তাকে সবার কাছে ক্ষমা চাইতে হবে। সিদ্ধান্ত মোতাবেক তিনি আইয়ুব আলীসহ সবার কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে তাকে ৫ হাজার টাকার মুচলেকা সম্পাদন করতে হবে বলেও সিদ্ধান্ত জানানো হয়।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ