বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে বললো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ করে নিজ দেশে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ আগস্ট ২১০৭ সালে মিয়ানমারের উত্তর প্রদেশের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানের ওপর মানবিক সংকট শুরু হয়।

ওই দিন মিয়ানমার মুসলিম সংঘ্যালঘু সম্প্রদায়ের ওপর মিয়ানমার সরকার সেনাবাহিনী দিয়ে জাতিগত শুদ্ধি অভিযান চালায়।

এতে ২৪ হাজার সাধারণ মানুষ নিহত ও ৭ লাখ ৫০ হাজার পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। ওআইডএ’র তথ্য অনুযায়ী।

ওই প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার অতিদ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করে রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নিতেও আহ্বান জানান।

তুরস্ক রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সংবেদনশীল সংকটের সময়ে পাশে ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলে, তুরস্ক সব সময় রোহিঙ্গাদের মানবিক সংকট নিয়ে পাশে রয়েছে এবং বিশ্ব চায় বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে মিয়ানমার সরকার দ্রুত রোহিঙ্গাদের ফেরত নেবে।

সূত্র: আনাদলু এজেন্সি

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ