আওয়ার ইসলাম: গোয়েন্দারা খবর পেয়েছিলেন আগেই৷ সেই মতো সতর্ক করে দেওয়া হয়েছিল প্রশাসনকে৷ গোয়েন্দা সূত্রে খবর ছিল মাওবাদীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষেছে৷
মঙ্গলবার সেই সতর্কবার্তার সূত্র ধরেই আটটি জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ৷ পাঁচ রাজ্যের আটটি জায়গায় চিরুণি তল্লাশি চলে বলে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, একটি মাওবাদী সংগঠন প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করেছে৷ এই বার্তার পরেই মহারাষ্ট্র, গোয়া, তেলেঙ্গানা, দিল্লি ও ঝাড়খন্ডে তল্লাশি চলে৷ পুলিশের বেশ কয়েকটি দল এই রাজ্যগুলির আটটি জায়গায় তল্লাশি চালায়৷
প্রসঙ্গত, ভীমা-কোরেগাঁও বিক্ষোভের পর থেকেই প্রধানমন্ত্রীর খুনের ছকের কথা জানতে পেরেছিল মহারাষ্ট্র পুলিশ৷ কিছুদিন আগে, ভীম কোরেগাঁও হিংসা মামলায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুণে পুলিশ।
আর সেখান থেকেই একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। সেই ল্যাপটপ ঘেঁটে বেশ কিছু তথ্য উদ্ধার হয়৷ বলা হয়েছিল রাজীব গান্ধীর মতো নরেন্দ্র মোদীকেও বিস্ফোরণ ঘটিয়ে খুন করা হবে৷ তারপর থেকেই তল্লাশির ওপর জোর দেয় পুলিশ৷
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম