বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ ডিবির ওসি এসআইসহ ৮ জন সাসপেন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ওসি, এসআই ও এএসআইসহ ৮ পুলিশকে সাসপেন্ড করা হয়েছে।

তারা হলেন ওসি মাসুদুর রহমান, এসআই মিজানুর রহমান ও আবু সায়েম, এএসআই আজিজুর রহমান, দেওয়ান তৌফিক, বকুল মিয়া, আমিনুল হক ও কনস্টেবল লুৎফর রহমান।

গতকাল সোমবার তাদেরকে ডিবি থেকে প্রত্যাহার করে মাসদাইরে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়। এ ঘটনায় ডিবি পুলিশের অন্য কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্তি পুলিশ সুপার (ডিবি) নূরে আলম।

এদিকে সংঘর্ষের ঘটনায় ডিবির এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। একটিতে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০ জনকে এবং অন্যটিতে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়।

একাধিক সূত্র জানায়, ডিবি পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে ঢাকা এসবির এসআই খাইরুল বাশারকে নিয়ে। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বেড়াতে আসেন এবং ‘মাই লাইফ’ নামের ফাস্টফুডের দোকানে লাচ্ছির অর্ডার দেন। লাচ্ছির কোয়ালিটি খারাপ থাকায় তিনি প্রতিবাদ করেন।

এ নিয়ে দোকান-মালিক জালালের ছেলের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। একপর্যায়ে জালালের ছেলে আল আমিন ও রবিন পরিবারের সামনে মারধর করেন খাইরুল বাশারকে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা ডিবির এসআই আমিনুল ইসলাম ও এএসআই বকুল পার্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে যান। তার ফাস্ট ফুডের দোকানের সামনে জটলা দেখে এগিয়ে যান।

সেখানে গিয়ে ঘটনা শুনে কেন একজন সরকারি কর্মকর্তাকে মারধর করা হয়েছে, জানতে চাইলে আমিনুল ও বকুলের ওপর চড়াও হন আমিন ও রবিন।

এ সময় তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য দোকানিরা। অবস্থার প্রেক্ষিতে জেলা ডিবির দুই কর্মকর্তা দৌড়ে চৌরঙ্গী ইকো পার্কের ভেতরে আশ্রয় নেন।

তারা ডিবি পুলিশে ফোন দিয়ে হামলার কথা জানান। খবর পেয়ে ডিবির ওসি মাসুদুর রহমান, এসআই সায়েম আহমেদ, এসআই মিজানুর রহমান, এএসআই আজিজুর রহমান পিপিএম, এএসআই দেওয়ান তৌফিক ও কনস্টেবল লুৎফর রহমান ঘটনাস্থলে ছুটে যান।

তারা লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়। তখন স্থানীয়রা দোকানিদের পক্ষ নেন। এতে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাং রোড সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশসহ আহত হন অর্ধশতাধিক।

এলাকাবাসী জানান, ‘মাই লাইফ’ দোকানটির মালিক জালালউদ্দিন ১১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ