আওয়ার ইসলাম: জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২ রাউন্ড গুলি ও একটি শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতার ৫ অস্ত্র ব্যবসায়ী হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার পিরোজপুর গ্রামের দেবেন মাহাতোর ছেলে কেলীন মাহাতো ওরফে আব্দুর রহমান কথিত নব মুসলিম (৩৫)।
চিরলা গ্রামের মুসলিম মণ্ডলের ছেলে আমিনুল ইসলাম (৩২), জগদিশপুর সরদারপাড়ার খোরশেদ আলমের ছেলে আব্দুল মজিদ (২৭), খাসপাহনন্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইয়াসিন আলী (২৭) ও জগদিশপুর পূর্ব পাড়ার মাইজ উদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৩৫)।
র্যাব জানায়, অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে জগদিশপুর সরদার পাড়ার মোতাহার হোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা।
সেখানে তাদের অস্ত্র ও গুলিসহ হাতে-নাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫ জয়পুরহাটের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের।
আরো পড়ুন–
সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম