আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মধুর চাক ভাঙাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫০ আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোঁয়াপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ী ও তালুকদার বাড়ীর মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূঁইয়া বাড়ী ও তালুকদার বাড়ীর মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ হয়ে আসছিল।
শনিবার দুপুর ১টার দিকে ওই জায়গার একটি অংশে মধুর চাক ভাঙা হয়। পরে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়ান ভূঁইয়া ও তালুকদার বাড়ীর দুই সদস্য।
পরে এক একে দুই পরিবারের অন্যান্য সদস্য এই ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ পর্যায়ে দুই পরিবারের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়।
সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. কামাল উদ্দিন, শাহ আলম, মাহফুজ উদ্দিন, হারুন ও কিরণ কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
আরো পড়ুন–
সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
এটি/আওয়ার ইসলাম