আওয়ার ইসলাম: মধ্য চলনবিলে গড়ে উঠেছে দোতলা ঈদগাহ। বর্ষায় চলনবিলের বেশিরভাগ গ্রামে ঈদের জামাত নৌকায় হলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের তিন গ্রামের মানুষ এবার ঈদের নামাজ পড়বেন ওই ঈদগাহে।
বর্ষায় চলনবিল মানে বিস্তীর্ণ জলাধার। এখানে নৌকা শুধু যোগাযোগের বাহন নয়, ঈদের নামাজ, জানাযার নামাজ, কিংবা অন্যান্য আনুষ্ঠানিকতাও চলে ভাসমান নৌকায়। এলাকার মানুষের চিরকালের এই দুর্ভোগ দূর করতেই সাংবাদিক মোস্তফা জাহাঙ্গীর উদ্যোগ নেন দোতলা ঈদগাহ নির্মাণের।
দুই বছর আগে প্রায় এক বিঘা জমির উপর ঈদগাহ নির্মাণের কাজ শুরু হয়। কাজ এখন শেষের দিকে। এবার পানির মধ্যে জেগে থাকা দৃষ্টিনন্দন ঈদগাহেই নরসিংহ পাড়া, শুকলাই ও শুকুরহাটি গ্রামের প্রায় ৩ হাজার মুসুল্লী আদায় করতে পারবেন ঈদের নামাজ।
সদ্য নির্মিত এই ঈদগাহ্ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এমন উদ্যোগ দেশের বিল বা হাওর অঞ্চলের মানুষের জন্য অনুকরনীয় হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
আরএম/