আওয়ার ইসলাম: চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) আটক করেছে ফেনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল বাশার কুমিল্লা দেবিদ্বার উপজেলার বৈশেরকোট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ থেকে ক্লোজ হয়ে বর্তমানে পুলিশ লাইনে কর্মরত আছেন।
ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয় ক্লিক
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান, বাশার মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদে র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় বাশারের সঙ্গে থাকা ব্যাগ থেকে সিলেট রেঞ্জের পুলিশের পোশাক ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক আবুল বাশারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের ওই অধিনায়ক।
আরও পড়ুন: ইন্দোনেশিয়া থেকে সাইকেল চালিয়ে হজে পুরো পরিবার
আরএম