হামিম আরিফ: কওমি মাদরাসার সনদের স্বীকৃতির আইন পাস হওয়ায় এর বিরোধিতা করে মানববন্ধন করেছে সুন্নী আন্দোলন নামের মাজারপন্থী একটি গোষ্ঠী।
রাজধানীর প্রেসক্লাবে শুক্রবার (১৭ আগস্ট) কওমি মাদরাসার স্বীকৃতি বাতিল চেয়ে মানববন্ধন করে এ গোষ্ঠী। স্লোগানে তারা প্রকৃত ইসলামপন্থী দাবি করলেও মানবন্ধনে দেখা গেছে পর্দাহীন নারীদের ব্যবহার করতে।
সংগঠেনের নেতা রায়হান রাহবারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তাগণ বলেন, ইসলামের মূল ধারার সম্পূর্ণ বিপরীত, ওহাবী মতবাদ ভিত্তিক খারেজি সনদের স্বীকৃতি ইসলামের বিরুদ্ধে এবং দেশ রাষ্ট্রের জন্য সুদুরপ্রসারী মারাত্মক ক্ষতিকর।
সরকারি সিলেবাস ও কেন্দ্রসমূহের সরকারি অনুমোদন ছাড়া কোন কর্তৃত্ব স্বীকৃতি পেতে পারেনা বলেও তারা ঘোষণা করেন।
তারা দাবি করেন, সুন্নীয়তের প্রকৃত ধারা ছাড়া অন্য কোনো মতবাদ ইসলামে নেই। মাদরাসায় আলেম তৈরি হয় না বলেও তারা দাবি করেন সামাবেশে।
গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করে আইন পাস করা হয়।
এর আগে ২০১৭ সালের এপ্রিলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনশতাধিক আলেমের উপস্থিতিতে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছর কওমি মাদরাসার স্বীকৃতি ঘোষণার পরও মাজারভিত্তিক এ দলটি রাজধানীতে মানববন্ধন করেছিল স্বীকৃতির বিরুদ্ধে।
ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয় ক্লিক
-আরআর