আওয়ার ইসলাম: বিশেষ ও মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এসময় মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে।
এসব ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করে।
পুলিশ সুপারের কন্ট্রোল রুম এতথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে জিআর মামলায় ৫ জন, সিআর মামলায় ৫ জন, নিয়মিত মামলায় ১ জন আসামি রয়েছে।
সদর থানা পুলিশ ২ বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম গাঁজা, ১ লিটার চোলাই মদ, গাংনী থানা পুলিশ ৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে ৫ বোতল ফেনসিডিল।
আসামিদের সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন কন্ট্রোল রুম সুত্র।
ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন
আরও পড়ুন: কুরবানির পশুর চামড়া কী করবেন?
আরএম/