আওয়ার ইসলাম: রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই ট্রাক উল্টে কবির ঘোষ কবু (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সাদেক ঘোষের ছেলে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার দিগরাম ঘুন্টিঘর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে গরু বোঝাই ট্রাকটি চট্রগ্রামের উদ্দেশ্য যাচ্ছিল। গোদাগাড়ীর ঘুন্টিঘর নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুইটি গরুসহ ব্যবসায়ী কবির ঘোষের মৃত্যু হয়। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করেন। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন
আরও পড়ুন
‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’
মন্ত্রিসভায় পাস হলো কওমি আইন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান
সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী
দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?
-আরএম