আওয়ার ইসলাম: বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে সাতে পৌঁছেছে। নরসিংদীর শিবপুরে আজ দুপুরে ঘটেছে এ ঘটনা।
এতে আহত হয়েছেন আরও ১৭ জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়িরটেক এলাকায় এ দুঘটনা ঘটে।
নিহরা হলেন, সজল (২০), সিগ্ধা (৮), প্রান্তিকা (৬), বৃষ্টি (৭)। নিহতদের সবার বাড়ি চাঁদপুর জেলার মতলবে।
জানা গেছে, সকালে রায়পুরা থেকে বর-কনেকে নিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস চাঁদপুর যাচ্ছিল। শিবপুরের সোনাইমুড়িরটেক এলাকায় পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রী বাসের সামনের চাকা বাস্ট হয়ে যায়। এসময় মিতালি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ওপড়ে উঠিয়ে দেয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান। বর-কনেসহ আহত হন আরও ১৭ যাত্রী। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের অবস্থার অবনতি হলে বর-কনে ও নারী ও শিশুসহ ১৭ জনকেই ঢাকায় পাঠানো হয়।
মাইক্রোতে থাকা লক্ষণ বর্মণ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর নরসিংদী জেলা হাসপাতালে একজন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
ইটাখোল হাইওয়ে ফাঁড়ির সর্জেন্ট হাফিজ মিয়া বলেন, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
যে কারণে লাদেন পুত্রের বিয়ে নিয়ে পাশ্চাত্য এত আতঙ্কে
-আরআর