বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সাভার উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিক হক্কানী; সেক্রেটারী মুফতি আলী আজম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

সাভার আমীন কমিউনিটি সেন্টার। দীর্ঘদিন যার পরিচয় ছিল বিবাহ, জন্মদিন, সুন্নাতে খাতনা ও ইত্যাদির আয়োজনস্থল। কিন্তু আজ তার ইতিহাসে আরো একটি বিষয়ও সংযুক্ত হলো। তা হলো উলামায়ে কেরামের সভাস্থল।

সাভারের উলামায়ে কেরামের সর্ববৃহৎ সংগঠন ‘সাভার উপজেলা উলামা পরিষদ’ এর প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের কারণে আমীন কমিউনিটি সেন্টার ও তার আশেপাশের এলাকা আজ উলামায়ে কেরামের পদচারণায় ধন্য হয়েছে। প্রায় একহাজার আলেমের সমাগম হয়েছিল।

কাউন্সিলের কারণ ছিল সাংগঠনকে মজবুত নেতৃত্বের হাতে তুলে দেওয়া। যা পরিচালনা কমিটি পরিপূর্ণ সফল হয়েছে। অত্যন্ত সুষ্ঠ ও সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন আজকের এই নির্বাচন।

বেলা এগারোটা থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং তা দীর্ঘ একঘন্টা চলে। জোহরের পর থেকে শুরু হয় ভোট গণনা।

দীর্ঘ অপেক্ষার পর নির্বাচন কমিশন মাওলানা এমদাদুল হক সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন মাওলানা আলী আজম।

কিছু দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে আওয়ার ইসলামকে জানান সংগঠনটির সাবেক যুগ্ম সদস্যসচিব মাওলানা কাউসার খন্দকার।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বাসত খাঁন ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা আলী আকরাম, মাওলানা মাহফুজ হায়দার কাসেমীসহ স্থানীয় উলামায়ে কেরাম।

সভায় ইসলামি সঙ্গীত পরিচালনা করেন জাগো মুসলিম শিল্পীগোষ্ঠির পরিচালক সাব্বির আহমদ শাহীন।

জাতিকে আরও ভালো কিছু উপহার দিতে সচেষ্ট হোন: মাওলানা সাদিক হক্কানী

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ