আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন করতে গেলেন বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (আগস্ট ১১) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। যাওয়ার আগে সমর্থকদের কাছে দোয়া প্রার্থণা করেছেন এই তরুণ ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে ভক্ত-সমর্থকের উদ্দেশ্যে একটি পোস্ট দিয়েছেন সাকিব। তিনি হজ পালনের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে তার পোস্টে উল্লেখ করেছেন।
সেখানে সমর্থকদের কাছে দোয়া চেয়ে জানিয়েছেন, আল্লাহর ঘরে সবার জন্য দোয়া করবেন।সেই সাথে তিনি পরিবারের তার নিজের এবং পরিবারের ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
ফেসবুক পোস্টে সাকিব লিখেন, ‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’
আরও পড়ুন: তোমাকে হে কালো গিলাফ!
আরএম/