উবায়দুল্লাহ সাআদ: দাওয়াত ও তাবলীগের চলমান ইস্যুতে সাধারণ মুসলমানদের সতর্ক করতে আজ শুক্রবার ঢাকার দক্ষিণখানে তাবলীগের ওয়াজাহাতি জোড় চলছে।
দক্ষিণখান বাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুক্রবার বাদ আছর থেকে শুরু হয় এজোড়।
বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর জোড়ের উদ্বোধনী বয়ান পেশ করেন।
ওয়াজাহাতি জোড়ে দক্ষিণখান, উত্তরখান, টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরা, আজমপুরসহ ঢাকা উত্তরের ৫২ টি হালকা থেকে তাবলীগের সাথী এবং এসব এলাকার ছাত্র-শিক্ষক ও আলেম ওলামাসহ কয়েক হাজার ধর্ম প্রাণ মুসলমান উপস্থিত হয়েছেন।
উত্তরা আল-মানহাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কেফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, তাবলীগের শুরা সদস্য হাফেজ মাওলানা জোবায়ের আহমদ, মারকাজুদ দাওয়াহ’র আমিনুত তালিম মুফতি আবদুল মালেক, ঢাকা ফরিদাবাদ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল্লাহ, দক্ষিণখান দারুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শিব্বীর আহমদ, দক্ষিণখান দারুল উলুম জামে মসজিদের খতীব মাওলানা গিয়াছুদ্দীন আল-মাদানী, জামিয়া বাবুস সালাম বিমানবন্দর মাওলানা আনিছুর রহমান, জামিয়া ইসলামিয়া গাওয়াইর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস লেখক, গবেষক মাওলানা জহির ইবনে মুসলিম প্রমুখ।
[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি। এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]
https://www.facebook.com/ubydullah.saad.9/videos/130081284588879/