বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরে এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রুবেল ও তার বন্ধু রাফি।

বুধবার জামালপুর পৌর এলাকার চন্দ্রা মিয়াপাড়ায় ওই যুবকের বন্ধু রাফির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার জামালপুর সদর থানায় মামলার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

গ্রেপ্তার রুবেল জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন নাওভাঙ্গা চরের আজগর আলীর ছেলে এবং রাফির বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। রাফি চন্দ্রা মিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

অভিযোগে জানা গেছে, খুপিবাড়ী এলাকার ওই তরুণী জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জামালপুর শহরের নাওভাঙ্গা চরের বখাটে রুবেল ওই তরুণীর সাথে দেখা করার জন্য তাকে শহরে আসতে বলে।

তার কথা মত ওই তরুণী প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে ১ আগস্ট দুপুরে বেলটিয়ার খুপিবাড়ির বাসা থেকে বের হয়ে রুবেলের সাথে দেখা করে। রুবেল কৌশলে তাকে তার বন্ধু রাফির বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে একটি রিকশায় তুলে দেই। মেয়েটি বাসায় গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়।

এ ঘটনায় ওই তরুণীর বাবা ধর্ষণের অভিযোগে ২ আগস্ট জামালপুর সদর থানায় একটি মামলা করেন।

সদর থানার উপ-পরিদর্শক ও মামলাটির তদন্ত কর্মকর্তা ফয়সাল জানান, ধর্ষণ মামলার আসামি রুবেল ও রাফিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ২৮ উসকানিদাতার বিরুদ্ধে মামলা, রাতেই অভিযান

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ