অাওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইন্টারপোলের কর্মকর্তা পরিচয় দানকারী ভুয়া চার মেজর ও সার্জেন্টকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি জানান: ইন্টারপোলের কর্মকর্তা পরিচয় দিয়ে ওই চারজন দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ পরিচালিত এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে প্রাইভেট কার, ওয়াকিটকি, খেলনা পিস্তল, এসবি এবং ইন্টারপোলের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ভারত থেকে সাইকেল চালিয়ে হজ পালনে বৃদ্ধ ফাইয়াজ!
আরএম/