শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

নাফ নদে আড়াই কেজির ইলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:সাগরে কয়েক দিন ইলিশের দেখা মিললেও নাফ নদীতে জাল ফেলে তেমন কোনো মাছ পাচ্ছিলেন না জেলেরা। বৃহস্পতিবার ভোররাতে নদীতে জাল ফেললে সকালে ছোট-বড় ৩২টি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটির ওজন আড়াই কেজি।

টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার এলাকার জেলে আলী হোসেন (৬৮) ও তার ছেলে হাবিবুর রহমান (২১) এর জালে এ মাছগুলো ধরা পড়েছে।

প্রত্যক্ষদর্শী জেলে কামাল হেসেন জানান, আলী হোসেন ও হাবিবুর রহমান দু’জনেই দীর্ঘদিন ধরে নাফনদীতে মাছ শিকার করে আসছিলেন। তারা রাতে নাফনদীতে ছোট নৌকায় করে ইলিশ শিকারের জন্য জাল ফেলে আসেন। আজ বৃহস্পতিবার সকালে জাল তোলে শেষ পর্যন্ত ছোট-বড় ৩২টি ইলিশ মাছ ধরা পড়েছে। এরমধ্যে একটির অনেক বড় ইলিশ।

আড়াই কেজি ওজনের এ ইলিশ মাছটি ধরা পড়েছে নাফ নদীতে। ছবি: প্রথম আলো

তবে আশ্চর্যের বিষয় হলো, এসব মাছের মধ্যে বড়টির ওজন আড়াই কেজি (২ কেজি ৫০০ গ্রাম)। অবশিষ্ট মাছের ওজন ৭০০ থেকে ৯০০ গ্রাম। এ মাছটি টেকনাফ বাজারে দেখতে লোকজন ভীড় জমাচ্ছে।হাবিবুর রহমান জানান, আড়াই কেজি ওজনের মাছটি দেড় হাজার টাকা কেজি দরে ৩ হাজার ৭৫০ টাকা হাকাঁচ্ছেন এবং ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছগুলো বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে ।

আরও পড়ুন: চোখ ধাঁধানো নীল রঙের মসজিদটি!

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ