আওয়ার ইসলাম: শিশু সাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ভুয়া মৃত্যুর খবর দিয়ে সমালোচনার মুখে তথ্যটি মুছে ফেলেছে উইকিপিডিয়া কর্তৃপক্ষ। আজ শুক্রবার তথ্যটি মুছে ফেলা হয়।
এর আগে ২ আগস্ট ১১টা ৩৪ মিনিটে মুহাম্মদ জাফর ইকবালের ওই পেইজে লেখা হয়, তাঁর জন্ম ২৩ ডিসেম্বর, ১৯৫২। পাশে মৃত্যু সন ২৯ জুলাই, ২০১৮ লেখা হয়। যদিও তিনি এখনো বেঁচে আছেন। তবে ইংরেজি উইকিপিডিয়াতে এধরনের তথ্য ছিলো না।
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। যেকেউ এখানে লিখতে পারে। বস্তুনিষ্ঠ উৎস থেকে নেয়া তথ্যগুলোই এখানে স্থান পায়। তবে উৎস ঠিক না থাকলে এই তথ্য মুছে ফেলা হয়।
আরও পড়ুন: হাফেজ জাফর; টুুপির সঙ্গে যার জীবন
আরএম/