আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মিরের সোপোরে এক সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্য ও দুই গেরিলা নিহত হয়েছেন। শুক্রবার উত্তর কাশ্মিরের সোপোরের দ্রুসোতে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সংঘর্ষে ২২ রাষ্ট্রীয় রাইফেলসের সিপাহী বিজয় কুমার নিহত হন। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন।
ওই সংঘর্ষের ঘটনায় সিপাহী রঞ্জিত, সিপাহী বিজয় কুমার এবং ইরফান আহমেদ ওয়ানি নামে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক সদস্য আহত হন। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিজয় কুমার মারা যান।
এর আগে বৃহস্পতিবার রাতে দ্রুসোতে গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা গোটা এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। পরে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। সংঘর্ষে রিয়াজ আহমেদ দার এবং খুরশিদ আহমেদ মালিক নামে দুই গেরিলা নিহত হয়।
শুক্রবার সকালে এক কর্মকর্তা দুই গেরিলার লাশ উদ্ধার হওয়ার কথা নিশ্চিত করেছেন। ভারতীয় পুলিশের দাবি, নিহত গেরিলারা লস্কর-ই-তাইয়্যেবা গোষ্ঠীর সদস্য।
আজ ওই ঘটনাকে কেন্দ্র করে সোপোর এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সোপর শহরে পাথর নিক্ষেপের ঘটনায় সেখানকার দোকানপাট বন্ধ হয়ে যায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩
আরএম/