বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


আফগানিস্তানে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের জুমার নামাজ চলা অবস্থায় আত্মঘাতী বোমা হামরায় ২৫ মুসল্লি নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর ইয়ানি শাফাকের।

আবদুল্লাহ হজরত নামে দেশটির এক ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধারকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত ৪০ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, জুমার নামাজ আদায়ের সময় এক হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর যেখানে লোকজনসমবেত হয় সেখানে হামলা চালায় দ্বিতীয় হামলাকারী।

দেশটির পাকটিয়া প্রদেশের গার্ডেজ শহরে ওই মসজিদে ৬০ থেকে ৭০ জন মানুষ নামাজ পড়ছিল। এর মধ্যে দুজন সর্বশেষ প্রবেশ করেছিল বলে জানিয়েছে পুলিশ। ওই দুই ব্যক্তি হামলাকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পরপরই স্থানীয় জরুরি বিভাগের পক্ষ থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। অপর আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: হিন্দের সওগাত নাও হে সিরিয়া!!

আরেএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ