বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

১২ আগস্ট সাভার উপজেলা উলামা পরিষদের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

‘একটি অরাজনৈতিক দিনী প্রতিষ্ঠান’ এমন স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালে সাভারের আলেমগণ প্রতিষ্ঠা করেন ‘সাভার উপজেলা উলামা পরিষদ’ নামে একটি সংগঠন। ঠিক তখন থেকেই দীনি ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেন নেতা-কর্মীরা।

উল্লেখযোগ্য কয়েকটির মধ্যে রয়েছে, প্রতিবছর ইসলামী মহা সম্মেলন, সাধারণ মানুষদের কুরআন শিক্ষা দান, সামাজিক নানা ইস্যুতে সাহসী ভূমিকা পালন করে রাজপথে মিছিল ও রোহিঙ্গা শরণার্থী ভাই-বোনদের মোটা অংকের অনুদান প্রদান।

শুধু এসবই নয়, কোথাও আল্লাহ-রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য হচ্ছে বা দীনের বহির্ভূত কোন কাজ হচ্ছে সেদিকে সর্বদাই চোখ-কান খোলা রাখে সাভার উপজেলা উলামা পরিষদ। সাভারে তাবলীগের চলমান সংকট মেটাতে উলামা পরিষদের রয়েছে প্রসংসনীয় ভূমিকা।

দীর্ঘ চার বছর পূর্ণাঙ্গকমিটি ছাড়া চললেও সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে আগামী ১২ আগস্ট কাউন্সিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এযাবৎ আহ্বায়ক হিসেবে কাজ করেছেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন মাওলানা আলী আজম।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. এনামুর রহমান এমপি (ঢাকা ১৯)।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী। সভাপতিত্ব করবেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী।

সাভারের উলামায়ে কেরামকে ও জনতাকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

‘রিজিকের মালিক আল্লাহ; তিনি অনেক সুখে রেখেছেন’

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ