আবদুল্লাহ তামিম: মহানবি সা. বলেছেন, যে ব্যক্তি কারো বিপদে সাহায্য করে অথবা কারো কোনো প্রয়োজন পূরণ করে আল্লাহ তায়ালা তাকে সাহায্য করেন, তার প্রয়োজন পূরণ করেন।
সৃষ্টিজীবের খেদমত অনেক বড় সাওয়াবের কাজ। মানুষ যদি আন্তরিকতার সাথে মন থেকে এ কাজ করে তাহলে আল্লাহর দরবারে অনেক সাওয়াব অর্জন করতে পারে।
সমাজের মানুষের জন্য, জাতির জন্য যারা কাজ করে তারা মানুষের কাছেও ভালো আল্লাহর কাছেও ভালো হোন। আল্লাহ তায়ালা মানুষের সেবাকারীদের রোজা রাখার সাওয়াব দান করেন।
বর্তমানে মানুষ অনেক সামাজিক কাজ করে, কিন্তু কোনো সঠিক পদ্ধতি ও নিয়মে না থাকায় এগুলো জনমানুষের কাছে গ্রহণযোগ্য হয় না।
এ পদ্ধতি সম্পর্কে ভারতের হায়দারাবাদে মুফতি ইনআমুর রহমান জামিল কাসেমি ৩১ আগস্ট মঙ্গলবার মসজিদুল ফালায় এক বৈঠকে আলোচনা করেন।
তিনি সাধারণ মানুষকে লক্ষ্য করে বলেন, যারা সমাজের জন্য কিছু করতে চান তাদের জন্য বলছি আপনারা যা কিছুই করবেন নিয়ত শুদ্ধ করে করবেন তাহলেই আল্লাহ তায়ালা এর উত্তম প্রতিদান দেবেন।
সমাজে কাজ করতে হলে কোমলতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। দায়িত্বশীল হয়ে কাজ করলে যে কোনো কর্মী সমাজের উন্নয়নে এগিয়ে যেতে পারবে।
বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা গাজী আহমদ রশিদ। তিনি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। বৈঠকে সাফা বায়তুল মালের সদস্য ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: আসরে হাজির
সড়কে মৃত্যুর মিছিল থামবে কীভাবে?