আওয়ার ইসলাম: সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সরকারি সেনাদের বিজয়ের প্রশংসা করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, শিগগিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় আসবে। তিনি তার দেশের সেনাবহিনীর পরম আত্মত্যাগের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ন্যাশনাল সিরিয়ান আর্মির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এসব কথা বলেছেন। জয়শুল শাহাব ম্যাগাজিন আজ বুধবার (১ আগস্ট) আসাদের এ বক্তব্য প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট আসাদ সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের ধরাবাহিক সন্ত্রাসের মুখে দেশের সেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় এবং একটি বিজয় থেকে আরেকটি বিজয়ের পেছনে ছুটে বেড়াচ্ছে। দেশের বেশিরভাগ এলাকা মুক্ত করার মাধ্যমে সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার ষড়যন্ত্র ব্যর্থ করে চলেছে।
বাশার আসাদ বলেন, তার দেশের সামিরক বাহিনী সারা বিশ্বের সামনে গত সাত বছরে জাতীয়তাবোধ ও ত্যাগের সমন্বিত উদাহারণ সৃষ্টি করছে।
আরও পড়ুন: তালেবানের কাছে পরাজিত হয়ে ১৫০ আইএস-এর আত্মসমর্পণ
আরএম/