আওয়ার ইসলাম: নিরাপদ সড়ক চাই’ এর চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন।
এক বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট কায়েস মাহমুদ জনি ও জেনারেল সেক্রেটারি ফয়সাল মোহাম্মেদ বলেন, প্রতিদিন কতজন মানুষ বাংলাদেশে রোড এক্সিডেন্ট এ নিহত হয় তার সঠিক হিসেব আমাদের কারো কাছে নেই। অদক্ষ ড্রাইভার এবং ফিটনেসবিহীন গাড়ি এর জন্য মূলত দায়ী।
নেতৃদ্বয় বলেন, বর্তমান আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরাও স্কুল, কলেজের শিক্ষার্থীদের নয় দফা দাবির সাথে একমত। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অস্ট্রেলিয়াতে কর্মসূচী পালনের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ঢাকার কুর্মিটোলায় নিহত শিক্ষার্থীর পরিবারকে বাংলাদেশ অস্ট্রেলিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
নেতৃদ্বয় আরো বলেন, আমরা প্রবাসে অধ্যায়নরত বিভিন্ন দেশের ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করেছি, এবং সকল প্রবাসী ছাত্র সংগঠন একসাথে বর্তমান আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ।
সংগঠনের প্রেসিডেন্ট কায়েস মাহমুদ আরো বলেন ,যে সমস্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহনের জন্য বহিস্কার করা হয়েছে, অবিলম্বে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: নিরাপদ সড়ক কিভাবে সম্ভব?
আরএম/