আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণাংশে অবস্থিত তামিলনাড়ু থেকে এবার হজপালনের জন্য সৌদি আরব যাচ্ছেন ৩ হাজার ৭২৮ জন মুসলমান। এ রাজ্য থেকে এবারই সব চেয়ে বেশি সংখ্যক মুসলমান হজে যাচ্ছেন।
এবার ভারতের হজযাত্রীর মোট সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২৫ জন। যা দেশটির স্বাধীনতার পর থেকে এযাবৎকালের সর্বোচ্চ।
রেকর্ডের এখানেই শেষ নয়, আরও বড় রেকর্ড হলো- মোট হজযাত্রীর ৪৭ শতাংশ নারী। অর্থাৎ এবার হজযাত্রায় রেকর্ড করছেন ভারতীয় মুসলিম নারীরাও।
এতসব রেকর্ডের ভিড়ে আরেকটি রেকর্ড করতে চলেছেন তামিলনাড়ুর এক স্কুল শিক্ষক।
৫২ বছর বয়সী ফাইয়াজ আহমেদ তামিলনাড়ুর বিনইয়াম্বাদি এলাকা থেকে বাইসাইকেলে হজ পালনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিনি পাকিস্তান ও ইরান হয়ে সৌদি যাবেন। এ জন্য তাকে সংশ্লিষ্ট দেশগুলোর ভিসা নিতে হবে।
আরও পড়ুন: সাইকেল চালিয়ে হজপালনে দুই বন্ধু!
আরএম/