আওয়ার ইসলাম: রাজধানীতে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ফের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আন্দোলনকারীদের সব দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তাদের এখন ঘরে ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি; এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সহায়তাও চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা ও কর্তৃপক্ষের নানা পদক্ষেপ তুলে ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এসব শিক্ষার্থীদের বয়স কম। তারা অনেক কিছু্ই না বুঝে করছে। আমি তাদের অভিভাবকের কাছে অনুরোধ করবো, তারা যেন রাস্তায় বৃষ্টিতে ভিজে আর কষ্ট না করে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ বসে আছে। তাই এই আন্দোলনে খারাপ কিছু ঘটলে তার দায় তারা নিতে পারবে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরারাও মার খাচ্ছে। কিন্তু তারা ধৈর্য ধরে সহ্য করে যাচ্ছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, আন্দোলনকারীরা যাতে ঘরে ফিরে যায়।
তিনি বলেন, তারা ঘরে ফিরে গেলে তাদের ওপর পরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কারণ ওরা ছোট, ওদের সহপাঠী নিহত হয়েছে। এতে ওরা কষ্ট পেয়েছে।
মিরপুর ১৪ নম্বর সেকশনে শিক্ষার্থীদের উপর পুলিশের সঙ্গে সরকার সমর্থক যুবকদের হামলার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানেও ছাত্রদলের কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছিল, তখন তা প্রতিরোধে স্থানীয়রা এগিয়ে গিয়েছিল বলে তিনি খবর পেয়েছেন।
আরও পড়ুন: আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা (ভিডিও)
আরএম/