আবদুল্লাহ তামিম: সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন।
৩০ জুলাই, সোমবার বেলা পৌনে ৩টার দিকে সংবাদ সম্মেলনে মোয়াজ্জেম হোসেন এ ঘোষণা দেন। মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নির্বাচন চলাকালে প্রায় সকল কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে। সিলেটের মাটিতে এ রকম নির্বাচন কলঙ্কজনক।’
সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। সিলেটে সাধারণ ওয়ার্ড ২৭টি, সংরক্ষিত ওয়ার্ড ৯টি ও ভোট কেন্দ্র ১৩৪টি।
৪১টি কেন্দ্রে ভোট বাতিলের লিখিত আবেদন করেছেন আরিফুল হক চৌধুরী। এর আগে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, ‘সিলেটে আগে কখনো এমন হয়নি, এবারের ভোট চুরি সব সীমা ছাড়িয়ে গেছে। ভোটাধিকার হরণ করা হয়েছে, তা পুনরুদ্ধারে আন্দোলনের ডাক দেব।’
সিলেট সিটি বিএনপির, রাজশাহী ও বরিশাল আ’লীগের