আওয়ার ইসলাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইঞ্জিনচালিত নৌকা থেকে ২ হাজার লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।
শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম গোমদন্ডীর একটি খাল থেকে মদ বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়।
কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশের সহায়তায় পশ্চিম গোমদন্ডীর এফএমসি ডকইয়র্ড এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। পরে নৌকায় তল্লাশি করে ২ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।’
এ দিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: http://৬০ বছর পর স্বায়ত্তশাসন পেল মিন্দানাওয়ের মুসলমানরা