আওয়ার ইসলাম: বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিব উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র।
এছাড়া, খনি দুর্নীতি তদন্তে নাম আসা মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের প্রকল্প পরিচালক আওরঙ্গজেবের ৪২ দিনের হজের ছুটি মঞ্জুর করেছে পেট্রোবাংলা।
কয়লা খনি দুর্নীতির তদন্ত প্রতিবেদন দেওয়ার একদিন পরেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগে, বুধবার (২৫ জুলাই) খনি দুর্নীতির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, খনির সাবেক ও বর্তমান সব ব্যবস্থাপনা পরিচালক এই দুর্নীতির সঙ্গে জড়িত।
খনি কর্তৃপক্ষের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হাবিব উদ্দিন ছাড়াও সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান, এসএম নূরুল আওরঙ্গজেব ও আমিনুজ্জামানের নাম এসেছে অভিযুক্তদের তালিকায়।
এরমধ্যে মধ্যপাড়া কঠিন শিলা খনির প্রকল্প পরিচালকের দায়িত্বে রয়েছেন আওরঙ্গজেব। আর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান। আমিনুজ্জামানের বিরুদ্ধে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগ রয়েছে।
গত ১৯ জুলাই হাবিব উদ্দিন আহমেদকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার একদিনের মাথায় তাকে বরখাস্ত করা হলো।
এছাড়া, পরিচালক আওরঙ্গজেবকে ৪২ দিনের হজের ছুটিতে পাঠিয়েছে পেট্রোবাংলা। তার স্থলে পেট্রোবাংলার মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) জাবেদ চৌধুরীকে এ অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে বলে সূত্র জানায়।
ভুল বা অপব্যাখ্যার ব্যাপারে শরী‘আতের নির্দেশ