আওয়ার ইসলাম: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে তিনটি পদেই আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ্ বুধবার রাত পৌনে ৯টার দিকে তাদেরকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন।
জানা যায়, চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট ফজলুল হক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২হাজার ৪১৮ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাসুদ রানা খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭হাজার ৭০৭ভোট এবং বিএনপি প্রার্থী নিলুফার ইয়াসমিন মনি তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬হাজার ৫৮ ভোট। মশাল প্রতীক নিয়ে শহীদুল হক পেয়েছেন ৬৪৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মো. নজরুল ইসলাম নয়ন চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৩৮৬ ভোট। খেজুর গাছ প্রতীক নিয়ে ২০ দলীয় জোট প্রার্থী খায়রুল ইসলাম মন্ডল পেয়েছেন ৩০ হাজার ৯৪২ ভোট এবং মিনার প্রতীক নিয়ে শরিফ হাছান আকন্দ পেয়েছেন ৩হাজার ৩২ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নৌকা নিয়ে সালমা আক্তার কাকন পেয়েছেন ৪৮ হাজার ১৩১ ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে হোসনে আরা আকন্দ পেয়েছেন ১৮ হাজার ৮৫৪ ভোট।
উপজেলার ১০ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ৯৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ২৬৩ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৬ হাজার ৬৭৩ জন। ৭২ টি ভোট কেন্দ্রে ৬২৩ টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন: পটুয়াখালীর লালুয়া ইউপি নির্বাচনেও ইসলামী আন্দোলনের ভালো ফল
আরএম/