আওয়ার ইসলাম: কুষ্টিয়া আদালত ভবন এলাকায় গতকাল বিকেলে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গাজী মোহাম্মদ আব্দুর রহীম।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গাজী রহীম বলেন, ইমানদার সাহসী সংবাদিক মাহমুদুর রহমানের মত একজন বিশিষ্ট ব্যক্তির উপর কুষ্টিয়া আদালত ভবন এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা প্রমাণ করে দেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা কোথায়ও নেই।
কুষ্টিয়া জেলা প্রশাসনের গতকালের ভূমিকার তীব্র সমালোচনা করে গাজী রহীম বলেন, আদালতের মতো এলাকায় পুলিশের সাহায্য চাওয়ার পরও পুলিশের কোন ভূমিকা দেখা যায়নি, যা খুবই দু:খজনক।
পুলিশ এবং রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। অনতিবিলম্বে মাহমুদুর রহমানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির জন্যে প্রধানমন্ত্রীর নিকট গাজী আব্দুর রহীম জোর দাবি জানান।
নিন্দা ও ঘৃণা: জাতির পতন এভাবেই আসে