বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সিগন্যাল অমান্য করায় ট্রেনের চালকসহ ৩ জন বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়া রেলস্টেশনে সিগন্যাল অমান্য করে ট্রেন চালানোর অভিযোগে চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন, আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের চালক রাজ গোবিন্দ, সহকারী চালক আরিফুল ইসলাম রিংকু এবং ওই ট্রেনের পরিচালক (গার্ড) আল মামুন। বগুড়া রেলওয়ে স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

গত ১৬ জুলাই বোনারপাড়া থেকে সান্তাহারগামী ৪৯২ নং কলেজ ট্রেন সকাল আটটা ৫০ মিনিটে বগুড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসে।

ট্রেনটি স্টেশনের পূর্ব দিকে ‘হঠাত্ মার্কেট’-এর সামনে থেকে দুই নম্বর লাইনে প্রবেশ করছিল।

ঠিক একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৫১ নম্বর আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটিও স্টেশনের পশ্চিম দিক থেকে দুই নম্বর লাইনে ঢুকে পড়ে।

বিষয়টি টের পেয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীরা চিত্কার করতে থাকে। সঙ্গে সঙ্গে রেলওয়ের কর্মকর্তারা দু’টি ট্রেনকেই থামার সিগন্যাল দেন। পরে কলেজ ট্রেনটির চালককে পেছনে গিয়ে এক নম্বর লাইনে প্রবেশ করতে বলা হয়।

একই সঙ্গে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে গিয়ে দাঁড়াতে বলা হয়। এভাবে দু’টি ট্রেন অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এবং এ থেকে রক্ষা পেয়েছে কয়েক’শ যাত্রী।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ