আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর ১০ নম্বরের সি ব্লকের ১৬ নম্বর সেকশনের ১৬ নম্বর বাড়িতে কোনো গুপ্তধন পাওয়া যায়নি।
গুপ্তধনের সন্ধানে আজ (শনিবার) সকাল ১০টা থেকে প্রায় ছয় ঘণ্টা সময় ধরে খননকাজ চালানো হয় বাড়ির নিচে।
খননকাজে ২০জন শ্রমিক অংশ নেয়। অনেক খোঁড়াখুঁড়ি করে কোন গুপ্তধনের সন্ধান মেলেনি সেখানে। এরপরই বিকেল চারটা থেকে খননকাজ বন্ধ করা হয়।
ফলে প্রথম দিনের মত খনন কাজ স্থগিত করেছে অভিযানের নেতৃত্বদানকারী ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান। আগামীকাল ফের গুপ্তধন উদ্ধারের অভিযান চলানো হবে। তবে কখন থেকে এ কাজ শুরু করা হবে তা নিশ্চিত করেননি এই ম্যাজিস্ট্রেট ।
মিরপুর ১০ নম্বরের সি' ব্লকের ওই বাড়িতে শনিবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে গুপ্তধনের খোঁজে খনন কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে প্রথম দিনের মত গুপ্তধন উদ্ধার কাজের সমাপ্তি হয়। গুপ্তধনের খোঁজে ওই বাড়ির মাটি প্রায় সাড়ে ৪ ফুট খনন করা হয়। তবে এখনও কোন কিছুর সন্ধান মেলেনি।
অভিযান শেষে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান সাংবাদিকদের বলেন, আজকের মত অভিযান স্থগিত করা হয়েছে। বাড়িটির ভিত্তি দুর্বল হওয়ায় যে কোন সময় ধ্বসে যেতে পারে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিবো। তবে বাড়িটি এখনও পুলিশের হেফাজতে থাকবে।
এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির জানান, গত ১০ তারিখে জনৈক আবু তৈয়ব যার বাড়ি টেকনাফের কক্সবাজারে। সে থানায় এসে একটি জিডি করেন।
তিনি জিডিতে উল্লেখ করেন তার নিকট আত্মীয়রা এই বাড়িতে বসবাস করতেন। কিন্তু তারা যখন পাকিস্তান চলে যায় তখন তারা এই বাড়িতে কিছু স্বর্ণালঙ্কার রেখে যায়। এই জিডির প্রেক্ষিতে নিরাপত্তার জন্য আমরা পুলিশ মোতায়েন করি।
আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
আরএম-