আওয়ার ইসলাম: প্রচণ্ড বাতাসে পদ্মানদীতে উত্তাল ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকাল ১১টা পর থেকে প্রচণ্ড বাতাসে নদীতে উত্তাল ঢেউয়ের শুরু হয়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে দুপুর ১২টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রাখা হয়।
এছাড়া ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে ওই নৌরুটে। এতে করে ফেরিতে করে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত যাত্রীবাহী বাস নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পবিত্র জমজম কূপ নিয়ে ডকুমেন্টারি ফিল্ম (ভিডিও)
আরএম-