বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কারী রহমাতুল্লাহ-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ডের প্রতিষ্ঠাতা  মাওলানা কারী রহমাতুল্লাহ রহ এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুলাই) কিশোরগঞ্জের বয়লায় অবস্থিত জামিয়া নূরানীয়া তারাপাশা মাদরাসায় এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামিয়া নূরানীয়া তারাপাশার মহা পরিচালক মুফতি আবুল বাশারের সভাপতিত্বে উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সিরিয়াল সহ-সভাপতি ও আল জামিয়াতুল ইমদাদিয়া এর মহা পরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার ।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ বলেন,  কারী সাহেব আমার দশ বছরের বড় ছিলেন। তিনি ছিলেন রঈসুল মুআল্লিমীন অর্থাৎ মুওয়াল্লীম গনের মুওয়াল্লীম। তিনি নূরানী তালিমুল কোরআন বোর্ড প্রতিষ্ঠা করে কেবল বাংলাদেশকে আলোকিত করেননি বরং এর দ্বারা সারা বিশ্বকে আলোকিত করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা জমির উদ্দিন নানুপুরী রহ. এর খলিফা আল্লামা হুসাইন আহমদ, নূরানী তালিমুল কোরআন বোর্ডের সভাপতি কারী বেলায়াত এর পুত্র কারী কালিমুল্লাহ, আল জামিয়াতুল ইমদাদিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা ইমদাদুল্লা, আয়েশা সিদ্দিকা রা. কওমি মহিলা মাদরাসা এর মহা পরিচালক আল্লামা শাহ ইসমাঈল, মাসিক আদর্শ নারীর সম্পাদক মাওলানা আবুল হাসান শামসাবাদী,  নূরানী তালিমুল কোরআন বোর্ডের মুওয়াল্লিম আল্লামা ইব্রাহীম প্রমুখ।

পরিশেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও পড়ুন: পর্নোগ্রাফি থেকে মুক্তি পেতে ইসলামের ৬ নির্দেশনা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ