আওয়ার ইসলাম: ভারতের রাজস্থান ও সুরাটের উটের দুধ পাওয়া যাচ্ছে অনলাইনে। তাতে আসছে ডলার। রাজস্থান থেকে বিপুল পরিমাণ উটের দুধ যাচ্ছে আমেরিকাসহ বিভিন্ন দেশে। যার দাম উঠেছে প্রতি লিটার ৫০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার টাকা।
রাজস্থানের উটের মালিকরা বিকানের, কচ্ছ ও সুরাটে দুধের কারখানায় দুধ সরবরাহ করে থাকেন। উটের দুধ টেট্রাপ্যাকে ২০০ মিলি এবং দুধের পাউডার ২০০-৫০০ গ্রামের প্যাকেটে বিক্রি করা হয়। আমাজনের মাধ্যমে অনলাইনে বিক্রি হচ্ছে এ দুধ।
উটের দুধ অনলাইনে বিক্রি হওয়ার গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। উটের দুধের রয়েছে ওষুধি গুণ। যা অটিজম, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, গেঁটে বাত ও রক্ত দূষণজনিত রোগের চিকিৎসায় বেশ কার্যকর। আদভিক ফুডস অ্যান্ড প্রডাক্টস প্রাইভেট লিমিটেডের প্রধান হিতেশ রাথী প্রতি মাসে আমাজন ডটকমের মাধ্যমে ৬ হাজার লিটার দুধ বিক্রি করে থাকেন।
আরও পড়ুন - অনলাইনে শপিং, খরচ বাঁচানোর ৭ উপায়!