বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কিশোরগঞ্জে সাংবাদিকতা ও লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে উম্মুলক্বোরা তমুদ্দুন মজলিস ও ইনিস্টিটিউট অব জার্নালিজম এন্ড দা'ওয়াহ এর আয়োজনে লেখালেখি ও সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) কিশোরগঞ্জের বয়লায় অবস্থিত উম্মুলক্বোরা ইসলামিক একাডেমী প্রাঙ্গনে এ কর্মাশালা অনুষ্ঠিত হয়।

উক্ত সাংবাদিকতা ও লেখালেখি কর্মশালাটি লেখক-সাহিত্যিক আবুল কালাম মাহবুব এর সভাপতিত্বে মাওলা আব্দুল্লাহ সাকীর সঞ্চালনায় কোরআনের তিলাওয়াতের মাধ্যমে বিকাল ৪ টায় শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলে।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ইনিস্টিটিউট অব জার্নালিজম এন্ড দ'ওয়াহ এর চেয়ারম্যান মাওলানা শরীফ মুহাম্মদ।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, লিখতে হলে আপনাদেরকে নমুনা পাঠ করতে হবে। আপনাকে ছোট গল্প লিখতে হলে বেশী বেশী ছোট গল্প পড়তে হবে, তারপর লিখতে হবে। ছড়া লিখতে হলে এ যুগের ছড়াকার বা একযুগ আগের ছড়াকারদের ছড়া পড়তে হবে। ছড়া-গল্পের ক্ষেত্রে আপনাকে রবীন্দ্রনাথ, কবি আল মাহমুদ, আনিসুল হক পড়তে হবে।

এ ছাড়াও তিনি সাংবাদিকতা ও লেখালেখির প্রায় ১০-১২ বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

কর্মশালায় প্রফেসর মাওলানা শফিকুল ইসলাম,প্রফেসর উমফ ফারুক সাদী, মাওলানা ইলিয়াস কাসেমী, মাওলানা তানভির এনায়েত, মাওলানা আব্দুর রহমান এবং তমুদ্দুন মজলিসের আহব্বায়ক মাওলানা আব্দুল্লাহ সাকীসহ অর্ধশতাধিক মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : শাইখ আহমাদ বিন ইউসুফ বাংলাদেশের প্রধান কারী মনোনীত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ