মুহা. আসহাব উদ্দিন : দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে আগামীকাল থেকে দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু হবে। আগামীকাল শুরু হয়ে ১৩ জুলাই মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জিরি'র মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব ও নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইদরীস-এর সভাপতিত্বে সম্মেলনে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
সম্মেলনে আলোচনা করবেন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা), জামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রধান মুফতী মাওলানা মুফতী মাহমুদুল হাসান, আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত সিনিয়র শিক্ষক আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামযা, জামিয়া বায়তুল করীম আল-ইসলামিয়া চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী ও তরুণ বক্তা মাওলানা আবুল কালাম আযাদ প্রমুখ ওলামায়ে কেরাম।
মাহফিল পরিচালনা কমিটির মিডিয়া সমন্নয়ক মু. সগির আহমদ চৌধুরী বলেন, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি আমরা সম্পন্ন করছি। বৃষ্টির কারণে যাতে মুসল্লিদের কষ্ট না হয় সেজন্য পুরো মাঠ ত্রিপল দ্বারা আবৃত্ত করা হয়েছে। সম্মেলনের দাওয়াত নগরবাসী কাছে পৌঁছাতে ২দিন যাবৎ নগরীর ৪২টি ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়সমূহ মাইকিং এবং ৪টি পিকআপ নিয়ে পুরো নগরীতে প্রচারণা চালানো হচ্ছে। ইনশাআল্লাহ এ মাহফিল ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায় পরিনত হবে।
আরও পড়ুন : আমার বাবাই আমার সাহিত্যের শিক্ষক ও দীক্ষাগুরু