বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনায় চিন্ময় কাজ করছিল’ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা

সিসিক নির্বাচন : শিক্ষায় এগিয়ে ডা. মোয়াজ্জেম হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৯ মেয়র প্রার্থীর দাখিল করা হলফনামা থেকে জানা যায়, প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে  ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান। তার শিক্ষাগত যোগ্যতায় সবার ওপরে।

সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয়প্রধান, নগরীর মজুমদারপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম পাস করেছেন এমবিবিএস ও ডিএফএম। তার বার্ষিক আয় ১১ লাখ ২০ হাজার ৬২৪ টাকা।

অন্যদিকে,  ৯ মেয়র প্রার্থীর মধ্যে সম্পদ বেশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ বদর উদ্দিন আহমদ কামরানের। কামরানের সম্পদ রয়েছে প্রায় ৭ কোটি টাকার।

তার বার্ষিক মোট আয় ২৪ লাখ ৯১ হাজার ৪০৩ টাকা। নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা পেশায় 'বালু-পাথর সরবরাহকারী ও কমিশন এজেন্ট' কামরানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তার মোট ৭ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৮০২ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে অস্থাবর ৩ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৪১২ টাকা এবং স্থাবর ৩ কোটি ৪৫ লাখ ১ হাজার ৩৯০ টাকা।

এ ছাড়া সম্পদে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ও শিক্ষাগত যোগ্যতায় বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম এর পরের স্থানে রয়েছেন। সর্বোচ্চ ৩৪ মামলা রয়েছে জামায়াত নেতা জুবায়েরের বিরুদ্ধে। পেশা নেই সিপিবি-বাসদ প্রার্থী আবু জাফরের।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান সমকালকে বলেন, প্রার্থীরা হলফনামায় যেসব তথ্য দিয়েছেন, তা প্রকাশ করা হবে। কেউ মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ