আওয়ার ইসলাম: এমপিওভুক্তির দাবিতে আজ নবম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষকেরা।
এরই মধ্যে শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন অনশনকারীরা। রোববার এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এ মাস থেকেই এমপিওভুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তবে মন্ত্রীর ঘোষণাতে আশ্বস্ত নন আন্দোলনরত শিক্ষকেরা। তারা বলছেন, সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা না হলে আমরণ অনশন স্থগিত হবে না।
এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬ ডিসেম্বর থেকে লাগাতার কর্মসূচি শুরু করেন।
শিক্ষকদের সমর্থন জানাতে অনশনে চরমোনাই পীর