আওয়ার ইসলাম: নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হতে রাজি হয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান মন্ত্রী হওয়ার বিষয়টি এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানা গেছে।
জানা যায়, আগামী সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে অন্তত তিন জনকে ‘নির্বাচনকালীন সরকারের’ মন্ত্রিসভায় স্থান দেওয়ার ইচ্ছা রয়েছে সরকারের।
সে তালিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখা যেতে পারে।
তবে মন্ত্রী সভায় যোগ হওয়ার জন্য ড. কর্নেল (অব.) অলি আহমদ পুরো সম্মতি না জানালেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নির্বাচনে যে দলই ক্ষমতায় যাক, সেখানে এলডিপির ৫/৬ জন এমপিসহ অন্তত ২ জনের মন্ত্রিত্ব নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ।
তবে বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এ ধরনের আলাপ আলোচনা আমাদের সাথে কেউ করেনি।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, আগামী অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সংবিধান অনুযায়ী সরকারের প্রধান থাকবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
নির্বাচনের আগে কর্মপন্থা ঠিক করতে যাচ্ছে বিএনপি
-আরআর