আওয়ার ইসলাম : তুরস্কের নির্বাচনে রজব তৈয়্যব এরদোগান পুনর্নিবাচিত হওয়ায় শুভিচ্ছা ও অভিনন্দন জানাতে তুর্কি অ্যাম্বাসিতে গেছেন ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ রোববার বিকাল ৩টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করে এ শুভেচ্ছাবার্তা জানান।
এসময় রাষ্ট্রদূতের সঙ্গে সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামানের খোলামেলা আলাপ হয়। রাষ্ট্রদূত ছাত্রসমাজের নেতৃবৃন্দকে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় সভাপতি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ তুর্কী জনগণকে ভালবাসে। রজব তৈয়্যব এরদোগান আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তুর্কী জনগণের সঙ্গে বাংলাদেশী জনগণও সমানভাবে আনন্দিত।
রাষ্ট্রদূত বলেন, তুরস্ক সবসময় গণতন্ত্র ও সুশাসনের জন্য কাজ করে এবং বিশ্বের মুসলিম উম্মাহর জন্য তুরস্ক একটি মডেল রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্রাহ, প্রচার সম্পাদক মোঃ তারেক জামিল ও ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক মাহবুবে এলাহী।
আসানসোলের ইমামরা জাগছেন বিশ্ব জুড়ে