বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


১০ বছরে ছয় লাখ কোটি টাকা পাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি বছর দেশে যে হারে বিদেশি বিনিয়োগ আসছে, তার কয়েকগুণ বেশি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হচ্ছে। আমদানি রফতানি, রেমিটেন্স সংগ্রহের নামেসহ নানাভাবে টাকা পাচার হচ্ছে।

গত ১০ বছরে দেশ থেকে প্রায় ছয় লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই পরিমাণ টাকা দেশের জাতীয় বাজেটের দেড়গুণ। এ ছাড়াও এই টাকা দিয়ে ১৮টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। কোনো কিছুর তোয়াক্কা করছে না পাচারকারীরা।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার গবেষণা অনুসারে মোটা দাগে মোট চার কারণে টাকা পাচার হচ্ছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগের পরিবেশের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা, রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বল নজরদারি এবং বেপরোয়া দুর্নীতি।

সাম্প্রতিক সময়ে পরপর তিনটি সংস্থার রিপোর্টেই বাংলাদেশ থেকে ভয়াবহ আকারে টাকা পাচারের তথ্য উঠে এসেছে।

এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে সুইস ব্যাংক, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজে।

এই পাচার ঠেকাতে তেমন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, পাচার রোধে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।

রোহিঙ্গাদের ফেরাতে সহায়তা করবে চীন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ