আওয়ার ইসলাম: উত্তর থাইল্যান্ডের থাম লং নাং নন গুহায় গত শনিবার দুপুরে ১২ জন কিশোরের একটি ফুটবল দল তাদের কোচ সহ ওই পর্বতারোহণে যান। এরপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ভারী বর্ষণের দরুন ওই দলটি পর্বতের গুহার ভেতরে আটকে পড়ে । সাতদিনেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা যায়, স্থানীয় ওয়াইল্ড বোরস সকার দলের সদস্যরা অনুশীলন শেষে দলটি পর্বতারোহণে যান। তাদের সাইকেল, ব্যাক প্যাক সবকিছুই ছিল গুহার মুখে বাঁধা। এরপরই ভারী বর্ষণ শুরু হলে গুহার ভেতরে প্রচুর পানি ঢুকে যায়। গুহার ভেতরেই আটকে যায় দলটি।
ভারী বর্ষণের ফাঁদে গুহার বেশ গভীরে আটকে পড়া দের জীবিত থাকার আশা নিয়ে উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনা করা শুরু হয়। তবে সাতদিন পার হয়ে গেলেও এখন তাদের উদ্ধারকরা সম্ভব হয় নি। বৃষ্টি চলতে থাকায় উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্যারায়ুত চ্যান-ও-চা শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি নিখোঁজের স্বজনদের সমবেদনা জানান।
এদিকে সপ্তাহের শুরুতে স্থানীয় কর্মকর্তারা বলেন, স্কুবা গিয়ার ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারে পরিকল্পনা করা হচ্ছে। বিবিসি
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান