বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শুক্রবার পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসানো হবে। এ স্প্যান বসানোর মধ্য দিয়ে জাজিরা পাড়ের সঙ্গে প্রথমবারের মতো সংযুক্ত হবে সেতুটি। একইসঙ্গে দৃশ্যমান হবে পৌনে এক কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। এরইমধ্যে স্প্যানটিকে নিয়ে যাওয়া হয়েছে জাজিরা প্রান্তের নির্ধারিত পিলারের কাছে। স্প্যানটি বসানো হবে সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর।

আগের চারটি স্প্যান বসানো হয়েছে নদীর ওপর। কিন্তু পঞ্চম স্প্যানটি বসবে সেতুর একেবারে শেষ প্রান্তে। তাই দুই পিলারের মধ্যবর্তী স্থানে স্প্যানবাহী ক্রেন নেয়ার সুবিধার্থে পাড়ের মাটি ড্রেজার দিয়ে কেটে ফেলা হয়েছে। স্প্যান বাসানোর পর আবার এখানে মাটি ভরাট করে দেয়া হবে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, পাড়ে কিছুটা ড্রেজিং করতে হয়েছে। তবে কাজ শেষ হলে সেটা আবার ভরাট করে দেয়া হবে।

তিনি বলেন, এখন নদীতে তীব্র স্রোত। বেশ কয়েকদফা চেষ্টার পর বৃহস্পতিবার সকালে রওয়ানা দিয়ে স্প্যানবাহী বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনটি এর মধ্যে জাজিরা প্রান্তে পৌঁছেছে। স্পেন বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। পরে এ বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান।

গত ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। সর্বশেষ ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হলে সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হয়।

আরও পড়ুন : পদ্মা সেতু রেল সংযোগে ব্যয় বাড়ল ৪ হাজার কোটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ