আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে মালয়েশিয়ার। দেশটির নব গঠিত সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ সাবু এ বিষয়ে ঘোষণা দেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, দুই বছর আগে ইয়েমেনে হামলার সময় সেনা সহায়তা চায় সৌদি সরকার। তখনকার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সে আহ্বানে সারা দিয়ে সেনা পাঠায়।
মাহাথির মুহাম্মদের নেতৃত্বে দেশটির নতুন সরকার গঠন করা হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কবে নাগাদ দেশটির সেনাদের ফেরত আনা হবে সে বিষয়ে এখনো খোলাসা করা হয়নি।
প্রতিরক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার নতুন সরকার কোনো দেশের পক্ষপাতিত্ব করতে চায় না বলেও জানান তিনি।
কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়
-আরআর