আওয়ার ইসলাম: খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও পুলিশি হয়রানির কারনে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।
তবে আগের নির্বাচনের চেয়ে খুলনা-গাজীপুরে সহিংসতা কম হওয়া এবং সব দলের অংশগ্রহণ স্বস্তির ব্যাপার বলে তিনি মন্তব্যও করেছেন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি-ডিকাব আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে আসেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য অনিয়ম, হয়রানি ও সব দলের অংশগ্রহণ নির্দেশক হয়ে থাকবে। এক্ষেত্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন মার্কিন রাষ্ট্রদূত।
তিনি বাংলাদেশের প্রশংসা করেন জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ হওয়ায়। তবে তার মতে, বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।
ডিকাব টকে বাংলাদেশকে রোহিঙ্গা সংকট, নিরাপত্তা ও ব্যবসা-বাণিজ্যে মার্কিন সহযোগিতা ও দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়